Faatiha Aayat | যারা আমার কাছে জানতে চান আমি কিভাবে টাইম ম্যানেজ করি, আপনাদের এই প্রশ্নের উত্তর দেয়ার আগে আমি ভাবলাম, Time Management নিয়ে কিছু বলার আগে আমার উচিত এ বিষয়ে কোন অ্যাাকাডেমিক কোর্স থাকলে সেটা আগে করে নেয়া। আর সেরকম কোর্স খুঁজতে গিয়ে খুব সহজেই পেয়ে গেলাম Ghoori Learning এর প্রফেশনাল ডেভেলপমেন্ট এর আওতায় টাইম ম্যানেজমেন্ট এর উপর চমৎকার একটি কোর্স।