আমি মনে করি, এবারের বইমেলায় আমার নিজের তৃতীয় বই প্রকাশিত হওয়ায় বা আমার অন্য কোন সফলতায় আমার নিজের কোন কৃতিত্ব নেই, এটা শুধুই আল্লাহর পক্ষ হতে এক নেয়ামত। কারণ আল্লাহতায়ালা পবিত্র কোরআনে সূরা হুদের ৮৮ নং আয়াতে বলেন وَمَا تَوْفِيقِي إِلاَّ بِاللّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ “আমার কাজের সাফল্য তো আল্লাহরই পক্ষ হতে, আমি তাঁর উপরই নির্ভর করি, এবং আমি তাঁরই অভিমুখী”। “ডায়েরী অব অ্যা মুসলিম কিড” বইটির কাহিনী, প্রচ্ছদ ও ভেতরের অলংকরণ আমার করা। বইটি বাজারে আসবে ২৫ ফেব্রুয়ারি, ইনশাআল্লাহ। কিন্তু আপনারা আজ থেকেই এখানে – https://tiny.cc/diaryofamuslimkid বইটি প্রি-অর্ডার করতে পারেন। বইটি হাতে পাওয়ার পর, বইয়ের সাথে আপনার ছবি তুলে পোস্ট করতে পারেন আমার এই গ্রুপে – http://fb.com/groups/faatiha.aayat। আমি আলাদা আলাদা ভাবে আপনাদের প্রত্যেকের সেই ছবির উপর ডিজিটাল ভার্সনে লিখে দিব আমার শুভেচ্ছা বার্তা যেটা আপনারা শেয়ার করতে পারবেন সোশাল মিডিয়ায়। আমার বই বিক্রি থেকে প্রাপ্ত যাবতীয় অর্থ আমি খরচ করব আমার চ্যারিটি অর্গানাইজেশনে যেটার নাম – CHIL&D. আমার বই হাতে আপনাদের ছবি দেখার অপেক্ষায় থাকলাম। #FaatihaAayat #Diary_of_a_Muslim_kid https://facebook.com/FaatihaAayatFunl… https://youtube.com/FaatihaAayat https://instagram.com/faatiha.aayat https://twitter.com/FaatihaAayat https://amazon.com/author/faatihaaayat https://faatihaaayat.whjr.site