Faatiha Aayat | আল্লাহতায়ালা পবিত্র কোরআনের সূরা রুম’এ ৪১ নং আয়াতে বলেন – ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। তাই স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়ে এমন কর্মকান্ড থেকে বিরত থেকে আপনিও আমার সাথে অংশ নিন 3R Activities-এ। যেগুলো হল – #Reuse #Reduce #Recycle Global Warming, Sea Level Rising, Carbon Emission ও Fossil Fuel Burning কমাতে বিশ্বব্যাপী সমাদৃত একটি উদ্যোগ হল Eco Art, যার মূল কথা হল Creating Canvas From Debris অর্থাৎ বর্জ্য বা পরিত্যাজ্য জিনিষপত্রকে ক্যানভাস বানিয়ে ছবি অঙ্কন। সেই Zero Waste Policy-তে একাত্ম হয়ে আমি আর আম্মু মিলে পরিত্যক্ত ক্যান্ডেল জার, কাঁচের বয়াম ও ফটো ফ্রেমের উপর তৈরী করেছি এই Art Work.