Faatiha Aayat | যারা “ডায়েরী অব অ্যা মুসলিম কিড” বইটি পড়েছেন, বইটির সাথে ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং যারা রিভিউ দিয়েছেন সকলকে অনেক ধন্যবাদ। সবসময়ের মত আমি এবারো শুকরিয়া জানাতে চাই মহান আল্লাহর দরবারে। কারণ, আল্লাহতায়ালা সূরা বাকারায় ১৫২ নং আয়াতে বলেন, فَاذۡكُرُوۡنِىۡٓ اَذۡكُرۡكُمۡ وَاشۡکُرُوۡا لِىۡ وَلَا تَكۡفُرُوۡنِ কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হয়ে না। যারা বইটি আসন্ন বইমেলায় গিয়ে কিনতে আগ্রহী তারা বইমেলা থেকেই বইটির সাথে তোলা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। ইনশাআল্লাহ, আপনাদের সকল ছবি ও রিভিউ আমি প্রচার করব আমার পেইজ ও গ্রুপে। যারা অনলাইনে কিনতে আগ্রহী তারা কিনতে পারেন এখান থেকে – https://tiny.cc/diaryofamuslimkid #FaatihaAayat #DiaryOfAMuslimKid https://facebook.com/FaatihaAayatFunl… https://youtube.com/FaatihaAayat https://instagram.com/faatiha.aayat https://twitter.com/FaatihaAayat https://amazon.com/author/faatihaaayat https://faatihaaayat.whjr.site